কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের আমদহ গ্রামে ঘাতক ড্রাম ট্রাকের নীচে চাঁপা পড়ে ২ জন নিহত হয়েছে। জানাগেছে ১২ ডিসেম্বর বৃহস্পতিবার গভীর রাতে এলাকার আমদহ গ্রামে আব্দুল খালেক ফকির(৬৫) ও রোহান হোসেন (৬০) নীজ বাড়িতে ছাপরা ঘরে শুয়ে ঘুমাচ্ছিল, এ সময় ঘাতক ড্রাম ট্রাক (ঢাকা মেট্রো-১৩-৫৬৫২) ফিলিং বালি আনলোড করার সময় ছাপরা ঘরের উপর ঝুকে পড়ে এবং ঘর ও একটি মোটা গাছ বালি সহ তাদের চাপাদেয়। লোকজন ছুটে এসে তাদের মৃত উদ্ধার করে এবং পুুলিশে খবরদেয়, পুলিশ রাতেই দু’জনের লাশ উদ্ধার করে এবং ট্রাকটি সহ দৌলতপুর থানায় নিয়ে যায়। জানাগেছে আব্দুল খালেক ফকির ও রোহান লালন ফকিরের অনুসারী ছিল, রোহানের বাড়ী কুষ্টিয়া ছেউড়িয়া গ্রামে, সে এখানে জীবিকার সন্ধানে এসেছিল, মরিয়ম পার্টেক্স কারখানায় কাজ করতো। পুলিশ জানায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়, কিন্তু বাদী পক্ষের কোন অভিযোগ না থাকার কারণে বিশেষ অনুরোধে ময়না তদন্ত ছাড়ায় দাফন করার অনুমতি দেওয়া হয়।