Tuesday , February 11 2025
You are here: Home / অন্যান্য / ছিনতাই করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়েছে। শুক্রবার তাদের আদালতে পাঠানো হয়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল হাসান মামলার সত্যতা নিশ্চিত করেছেন। অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন, বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের প্রথম বর্ষের ছাত্র রবিন আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একই বর্ষের শিক্ষার্থী নাহিদুল ইসলাম ফাগুন। রবিন হাজী মুহম্মদ মুহসীন হল আর নাহিদ বঙ্গবন্ধু হলের আবাসিক ছাত্র। এর আগে ঢাকা বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ওই দুই শিক্ষার্থীকে আটক করে পুলিশ। সংশ্লিষ্টসূত্রে জানা যায়, আজিমপুর এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেড়াতে আসা শামস ও শুভ নামের ব্যক্তিদের ধরে তাদের মারধর করে রবিন ও নাহিদসহ কয়েকজন। পরে তাদের একজনের কাছ থেকে এটিএম কার্ড ছিনিয়ে সেটা থেকে টাকা উত্তোলন করে তারা। শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। আজ(শুক্রবার) তাদের কোর্টে চালান করা হয়েছে।

ছিনতাই করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়েছে। শুক্রবার তাদের আদালতে পাঠানো হয়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল হাসান মামলার সত্যতা নিশ্চিত করেছেন। অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন, বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের প্রথম বর্ষের ছাত্র রবিন আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একই বর্ষের শিক্ষার্থী নাহিদুল ইসলাম ফাগুন। রবিন হাজী মুহম্মদ মুহসীন হল আর নাহিদ বঙ্গবন্ধু হলের আবাসিক ছাত্র। এর আগে ঢাকা বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ওই দুই শিক্ষার্থীকে আটক করে পুলিশ। সংশ্লিষ্টসূত্রে জানা যায়, আজিমপুর এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেড়াতে আসা শামস ও শুভ নামের ব্যক্তিদের ধরে তাদের মারধর করে রবিন ও নাহিদসহ কয়েকজন। পরে তাদের একজনের কাছ থেকে এটিএম কার্ড ছিনিয়ে সেটা থেকে টাকা উত্তোলন করে তারা। শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। আজ(শুক্রবার) তাদের কোর্টে চালান করা হয়েছে।

বগুড়ার শেরপুরে ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে এক যুবক আত্মহত্যা করেছেন। ওই যুবকের নাম মো. রফিকুল ইসলাম (৪০)। তিনি উপজেলার খামারকান্দি ইউনিয়নের খামারকান্দি গ্রামের মজিবর রহমানের ছেলে।

আজ শুক্রবার ভোররাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় এলাকাবাসী ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, দিনমজুরির কাজ করে সংসার চালাতেন রফিকুল ইসলাম। স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ চার সদস্যের পরিবার তার। সংসার চালানো ও স্বাচ্ছন্দ্যে জীবিকার জন্য রফিকুল ইসলাম এলাকার বেশকিছু লোকজনের নিকট থেকে ঋণ নেন। কিন্তু দিনমজুরি করে ঋণের টাকা পরিশোধ করতে পারছিলেন না তিনি। এমনকি পাওনাদারদের চাপে তার পরিবারের মাঝে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো।

এক পর্যায়ে দিশেহারা হয়ে রফিকুল ইসলাম গত বৃহস্পতিবার (১২ডিসেম্বর) সন্ধ্যার দিকে নিজ বাড়িতে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি পরিবারের লোকজন টের পেয়ে দ্রæত উদ্ধার করে প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিক বগুড়ায় শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। আর সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোররাতেই মারা যান তিনি।

বগুড়ার শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা নেয়া হবে।

About দৈনিক সময়ের কাগজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top
error: Content is protected !!