Tuesday , February 11 2025
You are here: Home / অন্যান্য / ভারতে কারাভোগ শেষে ফিরলেন ১৯ বাংলাদেশি

ভারতে কারাভোগ শেষে ফিরলেন ১৯ বাংলাদেশি

ভালো কাজের প্রলোভনে ভারতে গিয়ে পুলিশের হাতে আটক হয়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন বাংলাদেশি ১৯ যুবক। বৃহস্পতিবার রাতে ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা যুবকরা হলেন- শেরপুর জেলার রিয়াজ উদ্দিনের ছেলে আলমগীর হোসেন, জয়নাল আবেদিনের ছেলে বিজয় মিয়া, হাসেম আলীর ছেলে মুক্তার মিয়া, চাঁন মন্ডলের ছেলে জাহিদুল ইসলাম, চাঁনমিয়ার ছেলে সুমন মিয়া, শাহিন মিয়ার ছেলে আবুল কালাম, জলিলের ছেলে আশিক মিয়া, আফিল উদ্দিনের ছেলে ছমির মিয়া, রেজাউদ্দিনের ছেলে লালমিয়া, আব্দুর রাজ্জাকের ছেলে মঞ্জুরুল হক, লালমনিরহাট জেলার আমিনুর রহমানের ছেলে আরিফুল ইসলাম, কিশোরগঞ্জ জেলার শাহজাহান খানের ছেলে সজীব হোসেন, তার সহোদর দোলন হোসেন, গাজীপুর জেলার মেরাজ আলীর ছেলে কবির হোসেন, শাহেদ আলীর ছেলে হাবিবুর রহমান, নীলফামারীর সৈয়দপুর উপজেলার সরাফাত হোসেনের ছেলে খালিদ বিন খোকন, মাদারীপুর জেলার খালেক মিয়ার ছেলে জাহাঙ্গীর হোসেন, দিনাজপুর জেলার জয়নাল আবেদিনের ছেলে রফিকুল ইসলাম এবং নরসিংদী জেলার বিল্লাল হোসেনের ছেলে নজরুল ইসলাম। এদের বয়স ১৮ থেকে ৩৬ বছর পর্যন্ত।

বেনাপোল ইমিগ্রেশন সূত্র জানায়, দালালের মাধ্যমে অবৈধ পথে দুই বছর আগে ভারত পাড়ি জমায় তারা। সেখানে তামিলনাড়ু প্রদেশের একটি পোশাক কারখানায় কাজ করত। ওই কারখানায় অভিযান চালিয়ে ভারতীয় পুলিশ তাদের গ্রেফতার করে আদালতে পাঠালে আদালত তাদের বিভিন্ন মেয়াদে জেল দিয়ে কারাগারে পাঠায়।

ফেরত আসা যুবক আশিক মিয়া বলেন, অভাব-অনটনের সংসারে দুই বছর আগে দালালদের মাধ্যমে বিভিন্ন সীমান্তপথে ভারত পাড়ি জমাই। সেখানে অ্যানথনি নামে একটি পোশাক কারখানায় পুলিশ হানা দিয়ে আমাদের আটক করে চেন্নাই কেন্দ্রীয় কারাগারে পাঠায়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি মহসিন খান পাঠান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফেরত আসা যুবকদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

About দৈনিক সময়ের কাগজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top
error: Content is protected !!