ভোলার বোরহানউদ্দিনে একটি ধানক্ষেত থেকে মো. নসু (৫০) নামে এক মানসিক প্রতিবন্ধীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার সাচড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দেউলা শিবপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নসু ভোলার লালমোহন উপজেলার মহেশখালী গ্রামের মো. সামছুদ্দিনের ছেলে।
বোরহানউদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, বেশ কিছু দিন আগে নিহত নসু তার নানার বাড়ি বেড়াতে আসেন। শনিবার সকালে স্থানীয়রা তার মরদেহ ধানক্ষেতে পড়ে থাকতে দেখে পুলিশ খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানার নিয়ে আসে।
তিনি আরও জানান, নিহতের মরদেহ দেখে ধারণা করা হচ্ছে কোনো ধারালো অস্ত্র দিয়ে তার গলা কাটা হয়েছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা জানা যায়নি। পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে।