বাগেরহাটের মোরেলগঞ্জে সাব্বির শিকদার (১২) নামে এক স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার খাউলিয়া ইউনিয়নের বানিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাব্বির বানিয়াখালী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র এবং একই এলাকার মো. সবুর শিকদারের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় ইউপি সদস্য মো. মিলন জানান, সন্ধ্যায় সাব্বিরকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পাওয়া যায়। এরপর তাকে বানিয়াখালী বাজারের এক গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে বলেন। তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সাব্বিরকে মৃত ঘোষণা করেন।