এশিয়ার দ্বীপরাষ্ট্র ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় সুলতান কুদরত প্রদেশে বেশ কয়েকটি গাড়ির মধ্যে হওয়া সংঘর্ষে ৪ শিশুসহ অন্তত ৬ জনের প্রাণহানি হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন।
পুলিশ সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা ‘রয়টার্স’ জানায়, শুক্রবার (১৩ ডিসেম্বর) স্থানীয় সময় ভোর ৪টায় প্রদেশটির মিন্দানাও শহরের তাকুরং সিটি জাতীয় মহাসড়কে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। এ সময় দুটি তিন চাকার সাইকেল, একটি মোটরসাইকেল, টয়োটা হাই-লাক্স পিকআপ ট্রাক এবং একটি টয়োটা গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটে।
প্রাদেশিক পুলিশের একজন মুখপাত্র জানান, দুর্ঘটনায় ছয়জনই ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজন গাড়ি থেকে সড়কে ছিটকে পড়ে মারা গেছেন। এতে কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
তিনি আরও জানান, শুক্রবার ভোরে একটি টয়োটা কার এবং পিকআপ ট্রাক দ্রুতগতিতে মোটরসাইকেল ও তিন চাকার সাইকেলে আঘাত করলে এই হতাহতের ঘটনা ঘটে।
পুলিশের পক্ষ থেকে এরই মধ্যে প্রকৃত ঘটনা অনুসন্ধানে তদন্তকাজ শুরু হয়েছে বলে জানান এই কর্মকর্তা।