চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আজ শনিবার সকালে ক্যাপ্টেন মহিউদ্দিনের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সংগঠন।
পরে জাতীয় পতাকা উত্তোলনের পর তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এসময় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, নারী সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি, জেলা প্রশাসক এজেডএম নুরুল হক, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রুহুল আমিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
অপরদিকে সোনা মসজিদেও তার সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।