নেপালের সিন্ধুপালচক জেলায় বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৩ জন নিহত ও বহু আহত হয়েছেন।
স্থানীয় সময় রোববার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর দ্য হিমালয়ান টাইমসের।
সিন্ধুপালচক জেলা পুলিশের মুখপাত্র গণেশ খানাল জানান, ৩২ জন তীর্থযাত্রী নিয়ে কালিনচক থেকে কাঠমান্ডু যাওয়ার পথে সানকশি নামক এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারায়। এসময় সড়ক থেকে ৫০০শ’ মিটার নিচে পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে।
আহতদের স্থানীয় হাসপাতাল ও কাঠমান্ডুতে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।
দুর্ঘটনায় কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।
অতিরিক্ত জনাকীর্ণ যানবাহন, দুর্বল রক্ষণাবেক্ষণ করা রাস্তাঘাট ও সরকারি যানবাহনের স্বল্পতা নেপালে সাম্প্রতিক বছরগুলোতে ঘন ঘন সড়ক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে।
নেপাল পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১০ বছরে দেশটিতে সড়ক দুর্ঘটনায় ২২ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।