কুষ্টিয়া ইসলামিয়া কলেজের উদ্দ্যোগে মহান বিজয় দিবস ২০১৯ উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ৮ টায় র্যালীটি শুরু হয়ে কুষ্টিয়া শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুষ্টিয়া কুষ্টিয়া ডিসি কোর্ট চত্বরে অবস্থিত শহীদ মিনার ও বঙ্গবন্ধু মূর্যালে ২টি পুষ্প স্তবক অর্পন করা হয়। ১০টায় কলেজ শিক্ষক মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো: নওয়াব আলী। আলোচনায় অংশ গ্রহন করেন সিনিয়র শিক্ষক অধ্যাপক সিরাজুল হক, সহকারী অধ্যাপক ওবাইদুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি হাবিবুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি সাদিয়া ফারজানা, শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক মো: স্বপন আলী ও মো: আজম আলী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলেজের পরিচালনা পরিষদের বিদ্যোৎসাহী সদস্য আলহাজ্ব মোঃ আতিয়ার রহমান। সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন সাংস্কৃতিক সম্পাদক আস্মা আক্তার। সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করেন ইতিহাস বিভাগের প্রভাষক শর্মিষ্টা হোসেন। শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন কলেজের শিক্ষার্থীবৃন্দ।