মহান বিজয় দিবস উপলক্ষে কুষ্টিয়া ল্যাবরেটরী স্কুলে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানটি বিভিন্নভাবে সজ্জিত করা হয়। অনুষ্ঠানটি ৩টি পর্যায়ে উদযাপন করা হয়। প্রথম পর্যায়ে পতাকা উত্তোলন ও শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ল্যাবরেটরী স্কুলের সাবেক প্রধান শিক্ষক আরিফুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন অত্র স্কুলের সহকারী শিক্ষক শামিম রেজা, রুমানা রশিদ প্রেমা, সাবিহা সুলতানা প্রীতি। প্রথম অধিবেশন শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের দোয়া মাহফিল পরিচালনা করেন অত্র স্কুলের ধর্মীয় শিক্ষক হাফেজ মাওলানা আলামিন হোসাইন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক বিধান চন্দ্র মন্ডল। সর্বশেষ পর্যায়ে কুষ্টিয়া ল্যাবরেটরী স্কুল আয়োজিত এক বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়। র্যালীটি কুষ্টিয়া ল্যাবরেটরী স্কুল থেকে শুরু করে শহরের বিভিন্ন স্থানে প্রদক্ষিণ শেষে কুষ্টিয়া ল্যাবরেটরী স্কুলে এসে শেষ হয়।