পর্তুগালের রাজধানী লিসবনে বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে লিসবনের স্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন পর্তুগাল প্রবাসী বাংলাদেশিরা।
বৈরি আবহাওয়া আর গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে দিয়েও ১৬ই ডিসেম্বর রাতের প্রথম প্রহরে লিসবনেব শহীদ মিনারে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পন করেন পর্তুগাল আওয়ামী লীগ, বৃহত্তর নোয়খালী এসোসিয়েশন অব পর্তুগাল, পর্তুগাল ছাএলীগ, পর্তুগাল বাংলা নিউজ, পর্তুগাল বাংলা প্রেস ক্লাবসহ পর্তুগালের রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও পর্তুগাল বসবাসরত প্রবাসী বাংলাদেশিগণ।
পরে শহীদ মিনারে মুক্তিযু্দ্বের শহীদদের স্মরনে সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি আবুল বাসার বাদশা, বৃহত্তর নোয়খালী এসোসিয়েশনের সভাপতি হুমায়ন কবির জাহাঙ্গীর, পর্তুগাল ছাএলীগের সাবেক সভাপতি রনী হোসাইনসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা স্বাধীনতার পরে দেশকে পুনর্গঠনে প্রবাসীদের অবদানের কথা তুলে ধরেন এবং স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহীদ এবং ২ লাখ মা-বোনের ইজ্জতের কথা স্বরণ করে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব যেকোন মূল্যে অক্ষুন্ন রাখার প্রতিজ্ঞা করেন।