রাজধানীর ফকিরাপুল মোড়ে সেলিম নামে এক পথশিশুর শরীরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক জানান, সেলিমের (১২) বুক, পেট, পিঠ, হাত-পাসহ ২৭ শতাংশ পুড়ে গেছে। পর্যবেক্ষণ ওয়ার্ডে তার চিকিৎসা চলছে।
সেলিমকে হাসপাতালে নিয়ে যাওয়া রোকেয়া বেগম জানান, প্রতিবন্ধী স্বামী বাপ্পীর সঙ্গে তিনি কমলাপুরে ভিক্ষা করেন। এক সপ্তাহ আগে সেলিম এসে তাকে মা ডাকেন। এরপর থেকে তাদের সঙ্গেই ছিল। এক রিকশাচালকের সঙ্গে তার ঝগড়া হয়। এরই জের ধরে ছেলের শরীরে আগুন দিয়েছে সে।
তিনি আরও জানান, বিকেলে স্বামী-স্ত্রী ফকিরাপুল মোড়ে বসে ভিক্ষা করছিলেন। হঠাৎ শরীরে ব্যান্ডেজ নিয়ে সেলিম তাদের কাছে আসে। এরপর তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।
দগ্ধ সেলিম জানায়, মায়ের সঙ্গে ঝগড়া করা রিকশাচালক তার শার্টে গ্যাসলাইট দিয়ে আগুন দেওয়ার পর পালিয়ে যায়। আশপাশের লোকজন আগুন নিভিয়ে ফার্মেসি থেকে ব্যান্ডেজ করেন। তবে ওই রিকশাচালকের নাম জানাতে পারেনি সেলিম।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, সংশ্লিষ্ট থানায় বিষয়টি জানানো হয়েছে। তারা তদন্ত করে ব্যবস্থা নেবে।