Monday , December 2 2024
You are here: Home / Uncategorized / বগুড়ায় রাজাকারের তালিকায় আওয়ামী লীগের সাবেক এমপি ও মুক্তিযোদ্ধারা!

বগুড়ায় রাজাকারের তালিকায় আওয়ামী লীগের সাবেক এমপি ও মুক্তিযোদ্ধারা!

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সদ্য প্রকাশিত রাজাকার ও স্বাধীনতা বিরোধীদের তালিকায় বগুড়ার আদমদীঘি উপজেলায় ৩০ জনের মধ্যে আওয়ামী লীগের সাবেক এমপি ও মুক্তিযোদ্ধাদের নাম রয়েছে। এ নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অবিলম্বে তালিকাটি সংশোধন করতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
জানা গেছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ১০ হাজার ৭৮৯ জন রাজাকার, আলবদর, আল-শামস ও স্বাধীনতা বিরোধীদের নামের তালিকা প্রকাশ হয়েছে। ওই তালিকায় প্রথমপর্বে বগুড়ার আদমদীঘি উপজেলার ৩০ জনের নাম রয়েছে। এর মধ্যে রাজাকার নন এমন ৭জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে।

ওই তালিকায় ১ নম্বরে রাজাকার ও স্বাধীনতাবিরোধী হিসাবে বিএনপির সাবেক এমপি আবদুল মজিদ তালুকদার তার তিন ছেলে সাবেক এমপি আব্দুল মোমেন তালুকদার খোকা, আবদুল মান্নান তালুকার ও আবদুল মতিন তালুকদারের নাম রয়েছে।

তালিকার ১৮ নম্বরে রয়েছে, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি কছিম উদ্দিন আহম্মেদের নাম। ১৯ নম্বরে আওয়ামী লীগের সাবেক এমএলএ মজিবর রহমান (আক্কেলপুর), ৪ নম্বরে মুক্তিযুদ্ধকালীন কমান্ডার মনছুর আলী, ৯ নম্বরে আওয়ামী লীগের সাবেক সভাপতি তাহের উদ্দিন সরদার, ১৬ নম্বরে রেলওয়ে শ্রমিক লীগের সাবেক কেন্দ্রীয় নেতা মুক্তিযোদ্ধা জাহান আলী, ৩ নম্বরে সাবেক ছাত্রলীগ নেতা আমিরুল ইসলাম, ৭ নম্বরে আওয়ামী লীগ নেতা ফয়েজ উদ্দিন আহম্মেদসহ অনেকের নাম এসেছে।

About দৈনিক সময়ের কাগজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top
error: Content is protected !!