২০২০ সালের গ্রীষ্মে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট আয়োজনের কথা ছিল আয়ারল্যান্ডের। কিন্তু সেই পরিকল্পনা থেকে সরে আসছে আইরিশ দলটি।
কারণ হিসেবে অর্থনৈতিক সংকটের কথা জানিয়েছে দেশটি। একই কারণে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আয়োজনও বাতিল করা হয়েছে।
টেস্ট না খেললেও তার পরিবর্তে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে আয়ারল্যান্ড। টেস্ট আয়োজন করতে তাদের খরচ ধরা হয়েছিল ১ মিলিয়ন পাউন্ড। একটি টি-টোয়েন্টির আয়োজন করলে অনেক অর্থ সাশ্রয় হওয়ার কথা।
এক বিবৃতিতে ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রোম জানিয়েছেন, ‘লাল বলের চেয়ে ২০২০ সালে আমরা সাদা বলকেই প্রাধান্য দিচ্ছি। আর সব আইরিশ সমর্থকের মতো আমরা টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি- এই তিন সংস্করণেই খেলতে চাই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের এখনকার আর্থিক সামর্থ্যে সেটা সম্ভব নয়। তাই পরের বছর টেস্ট আয়োজন বাদ দিতে হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘একটা টেস্টের তেমন গুরুত্ব নেই। আর এটা টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্তও নয়। তাই আক্ষরিক অর্থেই একটি প্রীতি ম্যাচের জন্য ১ মিলিয়ন ইউরোর বেশি খরচ করা আমাদের জন্য অপচয়। তা ছাড়া টেস্ট আয়োজনের লভ্যাংশ তোলাও সম্ভব হবে না।’ সূত্র: আইরিশ টাইমস