চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত এক যাত্রীর লাগেজ থেকে ২৪৭ কার্টন সিগারেট জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। জব্দ করা এসব সিগারেটের আনুমানিক মূল্য সাড়ে ৪ লাখ টাকা।
সোমবার (১৬ ডিসেম্বর) দিনগত মধ্যরাতে এয়ার এরাবিয়ার জি৯-৫২৩ ফ্লাইটে ওই যাত্রী চট্টগ্রামে পৌঁছান। আটক করা ওই যাত্রীর নাম মোহাম্মদ ইকবাল হোসেন। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাসিন্দা।
কাস্টমস উপ-কমিশনার রিয়াদুল ইসলাম জানান, সোমবার দিনগত রাতে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে চট্টগ্রামে পৌঁছান দুবাই থেকে আসা যাত্রী ইকবাল। এ সময় তার লাগেজ তল্লাশি করে ইজি ব্রান্ডের ২৪৭ কার্টন সিগারেট পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা। পরে তাকে আটক করা হয়।
লাগেজ থেকে সিগারেট জব্দের ঘটনায় কাস্টমস আইনে ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।