খুলনায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত যুবকের নাম শরিফুল ইসলাম (২৩)।
গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে খুলনা নগরের লবণচরা থানার সাচিবুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে রূপসা সেতুগামী একটি ট্রাকের সঙ্গে সাচিবুনিয়া চৌরাস্তার মোড়ে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
শরিফুল জেলার বটিয়াঘাটা উপজেলার খারাবাদ বাইনতলা গ্রামের আসলাম শেখর ছেলে।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই শরিফুলের মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।