Sunday , April 20 2025
You are here: Home / Uncategorized / ঠিক তখনি এমন রাজাকার তালিকা প্রকাশ কেন?

ঠিক তখনি এমন রাজাকার তালিকা প্রকাশ কেন?

যাচাই না করে বিতর্ক সৃষ্টিকারী এমন তালিকা প্রকাশ কেন?

মুক্তিযোদ্ধার তালিকা করার সময় বোঝা গিয়েছিল কি দুর্নীতি আর অনাচার করা হয় তালিকা নিয়ে।
এ সরকারের আমলে রাজাকার তালিকা নিয়ে এরকম হওয়াটা তাই স্বাভাবিক। রাজনৈতিক হয়রানি, প্রতিশোধ, সম্পদ দখলের মতো বিষয় থাকার সম্ভাবনা আছে বলে এখানে কারচুপি হতে পারে আরও বেশি।

আর তড়িঘড়ি করে তালিকা প্রকাশের সময়টা লক্ষ্য করেন। যখন ভারতের সম্ভাব্য পুশ-ইনের বিরুদ্ধে আমাদের সব মনোযোগ নিবদ্ধ থাকা উচিত ঠিক তখনি যাচাই না করে বিতর্ক সৃষ্টিকারী এমন তালিকা প্রকাশ কেন?

 

ড. আসিফ নজরুল

(ফেসবুক থেকে সংগৃহীত)

 

About দৈনিক সময়ের কাগজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top
error: Content is protected !!