ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বুধবার সকালে বাংলাদেশির লাশ উদ্ধার করেছে বিজিবি। নিহত তরিকুল ভৈরবা পাচপোতা এলাকার বিশ্বাস বাড়ির ছেলে।
এলাকাবাসী জানান, ভারত থেকে গরু আনা-নেওয়ার কাজ করতেন তরিকুলসহ কয়েকজন। ধারণা করা হচ্ছে বিএসএফের তাড়া খেয়ে তার মৃত্যু হয়েছে।
ঝিনাইদহ ৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল কামরুল আহসান বলেন, উপজেলার লেবুতলা সীমান্তের জিরো লাইন থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মন্টুপ্লা মাঠের ভেতর তরিকুলের লাশ পাওয়া যায়। মৃত্যুর কারণ জানা যায়নি। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।