Thursday , February 6 2025
You are here: Home / Uncategorized / মেক্সিকোয় ‘গণকবরে’ প্লাস্টিক ব্যাগে মিলল ৫০ মরদেহ

মেক্সিকোয় ‘গণকবরে’ প্লাস্টিক ব্যাগে মিলল ৫০ মরদেহ

মেক্সিকোর এক ‘গণকবরে’ ডজন খানেক প্লাস্টিক ব্যাগের ভেতর থেকে অন্তত ৫০ জনের ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর ডেইলি মেইল’র।

খবরে বলা হয়, চলতি বছরের ২২ নভেম্বর মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় জালিস্কো রাজ্যের গুয়াদালাজারা শহরের বাইরে এক খামারে কয়েক ডজন প্লাস্টিক ব্যাগের ভেতর থেকে ছিন্নভিন্ন মরদেহগুলো উদ্ধার করা হয়। অবশেষে ফরেনসিক বিশেষজ্ঞরা জানান, সেখানে অন্তত ৫০ জনের মরদেহ রয়েছে। এখন পর্যন্ত ১৩ জনকে শনাক্ত করা হয়েছে, যার মধ্যে ১২ জন পুরুষ ও একজন নারী রয়েছেন। তাদের সবাই ‘নিখোঁজ’ ছিলেন। অন্য মরদেহগুলোর পরিচয় শনাক্ত করার জন্য কাজ করছে ফরেনসিক দল।
জালিস্কো রাজ্য মেক্সিকোর কুখ্যাত মাদকচক্রের আবাস, যাদের নেতা ‘মাদক সম্রাট’ হিসেবে পরিচিত নেমেসিও অসেগুরা কারভানতেস। এ রাজ্যে প্রায়ই বিভিন্ন গোপন কবরস্থানে মরদেহ পাওয়া যায়। সাধারণত অপরাধ ও মাদকচক্রের সঙ্গে জড়িতরা হত্যার পর মরদেহ লুকাতে এ জায়গায়গুলো ব্যবহার করে।

রাজ্যের গভর্নর এনরিক আলফারো বলেন, জালিস্কোর ৭০ শতাংশ হত্যাকাণ্ড বিভিন্ন অপরাধ ও মাদকচক্রের কারণে হয়ে থাকে।

About দৈনিক সময়ের কাগজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top
error: Content is protected !!