মেক্সিকোর হ্যালিসকো রাজ্যের এক মহাসড়কে ট্রাকের সঙ্গে মিনিবাসের সংঘর্ষের ঘটনায় অন্তত ১৪ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। বুধবার দেশটির হ্যালিসকো রাজ্যে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতদের পাঁচজনই শিশু বলে জানা গেছে।
হ্যালিসকো রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, মহাসড়কের একপাশে গাছের গুড়ি ভর্তি দাঁড়ানো একটি ট্রাকের ওপর চলন্ত একটি মিনিবাস এসে প্রচণ্ড জোরে ধাক্কা দেওয়ার পর আগুন ধরে যায়। এতেই এ হতাহতের ঘটনা ঘটে।
উল্লেখ্য, ছুটির কাটানোর জন্য পুয়ের্তো ভালার্তায় যাচ্ছিল একটি পরিবার। তারা ওই মিনিবাসটি ভাড়া করে ঘুরতে যাচ্ছিলেন। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই মিনিবাসটি দুর্ঘটনা কবলিত হয়ে বহু হতাহতের ঘটনা ঘটল।