বিয়ে করেছি বছর খানেক হলো। চাকরিটা পাওয়ার পরেই বিয়েটা করা। বউ একজন দ্বিতীয় শ্রেণীর সরকারী কর্মকর্তা। ১০ম গ্রেডে মূল বেতনের পাশাপাশি বাড়িভাড়া, চিকিৎসা ভ্রমনভাতা সব মিলিয়ে প্রায় ২৬-২৭ হাজার টাকা বেতন পায়। আমি টিউশন করে তার সাথে নিজ বেতন পুরোটা মিলে যে উপার্জন করে তা দিয়ে যে আমার পক্ষে সংসার চালানো সম্ভব হয়না সেটা বউ জানে। তবে সে বুঝতে দেয়না কারণ তার বেতন থেকেই বাসাভাড়া ইউটিলিটি সব দিয়ে দেয়। আমার বেতনে কোনরকম বাজার করা হয় আরকি। কোনদিন জানতে চায়নি আমার আসলে বেতন কত। কিন্তু একদিন বলেই বসলো – “আচ্ছা তুমি তো ১০ম গ্রেডে বেতন পাও। বেসরকারি স্কুলে বেসিকের বাইরে আর কিছু দেয়?”
বললাম হ্যাঁ, বাসা ভাড়া এবং চিকিৎসা ভাতা দেয়। কই আমি তো তোমাকে ১৬/১৭ হাজার টাকার বেশি বেতন তুলতে দেখিনা। সমস্যাটা কোথায় একটু খুলে বলবে?
আমি বললাম, বাড়িভাড়া ১০০০ আর চিকিৎসা বাবদ ৫০০ টাকা দেয়।
বউ অবাক হয়ে জানতে চাইল এটা কী ব্রিটিশ আমল থেকে চলে আসছে?
আমি জবাব দিলাম, আগে বাসা ভাড়া ১০০ ছিল, ২০১৬ সালে একদফা বেড়ে ৫০০ বর্তমান ১০০০ করেছে। বউয়ের অফিসে অধীনস্থ দুজন সহকারী কর্মকর্তা ১৩ গ্রেডে বেতন পান পিয়ন পান ১৬ গ্রেডে।
আমার কাছে জানতে চাইল, আমার অফিসের পিয়নের বাসা ভাড়া কত জানো? আমি জানলেও উত্তর দিলাম না। বউ জানাল ৪১০০ টাকা।
এবং দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমরা বিদ্যার আলো ছড়াতে দিন রাত পরিশ্রম করে হাজার হাজার শিক্ষার্থীদের যে পড়াও। তার বিনিময়ে পাও ১০০০ টাকা। বাসার বিদ্দুত বিল বাদ দিলে তো ৩০০ টাকা টিকবে। বউ বাচ্চা নিয়ে কী ঝুপড়ি ঘরে ভাড়া থাকবে?
আমরা যে বাসাটাই ভাড়া থাকি সেটার ভাড়া ৭০০০ টাকা। বউ অফিসার তাই সস্তা বাসায় থাকা অসম্মানের। বউয়ের সামর্থ্য আছে তাই তাকে আমার কলিগ আমজাদ ভাইয়ের মতো সামনের টিন সেডের ৩০০০ টাকার ভাড়া বাসায় রাখলে অফিসার্স ক্লাবে মান সম্মান থাকবেনা।
আমার বাসার মালিকের ছেলে আমাদের স্কুলেই পড়ে। যখন প্রতিদিন সে তাদের বাসার তিনতলা থেকে দেখে তার শিক্ষক সপরিবারে ( আমজাদ ভাই) খালি গায়ে টিউবওয়েলে গোসল করছে। তখন কী আমজাদ সাহেবের মনটা ছোট হয়ে যায়না? ছোট মন নিয়ে বড় বড় কথা ক্লাসে বলতে লজ্জা লাগেনা কি?
আমি বেসরকারি শিক্ষার সাথে জড়িত কর্মকর্তা বাহাদূরদের কাছে জানতে চাই আমাদের ঠিক কী পরিমান অপমান করা হলে শিক্ষক নামের মহান পেশাটাকে ধুলোয় মেশানো হবে বলতে পারেন?
১০০০ টাকার বাসা ভাড়ায় ৫০০ টাকা বিদ্দুত ও ইউটিলিটি বিল দেওয়ার পর বাকি ৫০০ টাকা দিয়ে কোন বাসায় থাকতে বলেন একটু বিস্তারিত জানালে অধমের বুঝতে সুবিধা হয়।
কিংবা আমার স্কুলের মৌলভী স্যার ডায়বেটিস আক্রান্ত উচ্চ রক্তচাপ ও আছে। তাকে ঠিক কোন হাসপাতালে মাসিক ৪০০ টাকায় চিকিৎসা দেওয়া যেতে পারে সেটা একবার ভেবে দেখেছেন কী?
একজন মাধ্যমিক স্কুলের শিক্ষকের বেতন / বাড়িভাড়া একজন সরকারি অফিসের পিয়নের চার ভাগের এক ভাগ দেওয়া হলে সে দেশের শিক্ষা নিয়ে প্রায়সই উচ্চমার্গীয় কথাবার্তা বলা কোন ধরণের উপহাস?
সামাজিকভাবে শিক্ষকদের অমর্যাদায় রেখে শিক্ষার গুনগত মান সম্ভব নয়। আশা করি শিক্ষা সংশ্লিষ্ট সকলের সুমতি হবে।
- লেখক শিক্ষক
- নাম প্রকাশে অনিচ্ছুক