করোনাভাইরাস থেকে ছেলেকে নিরাপদে রাখতে বাসা থেকে বাইরে বের হতে না দেয়ায় ক্ষোভে আসিফ ফকির (১৩) নামে এক কিশোর আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে রাজবাড়ীতে সদর উপজেলার পৌর এলাকার ৭নং ওয়ার্ডের পশ্চিম ভবানীপুর এলাকায় এ ঘটনা ঘটে। আসিফ ওই এলাকার লুৎফর ফকিরের ছেলে।
প্রতিবেশী জহির রাজ বলেন, তিনি শুনেছেন ওই কিশোরের মা ছেলেকে করোনাভাইরাস থেকে রক্ষায় বাড়ির বাইরে বের হতে দেয়নি। এ সময় ছেলে রাগারাগি করলে তার মা দুটি চড় মারে। পড়ে ওই কিশোর অভিমান করে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আজাদ জানান, হাসপাতালের আনার আগেই ওই কিশোর মারা গেছে।
রাজবাড়ী সদর থানা পুলিশের ওসি স্বপন মজুমদার বলেন, বিকেলে ছেলেটিকে তার মা বাসা থেকে বের হতে না দেয়ায় রেগে আত্মহত্যা করেছে।