খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা সন্দেহে আইশোলেশনে ভর্তি হওয়া রোগী সুলতান শেখ (৭০) মারা গেছেন।
রবিবার(২৯ মার্চ) সকালে তিনি মারা যান। মৃত সুলতান শেখ নড়াইল জেলার কালিয়া উপজেলার পুরুলিয়ার গফুর শেখের ছেলে।
হাসপাতাল সূএে জানা গেছে ,শনিবার দুপুরে খুমেক হাসপাতালের করোনা আইসোলেশনে তাকে ভর্তি করা হয়েছিলো।
খুমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পয়েন্ট ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, সুলতান করোনা ইউনিটে ভর্তি ছিলেন। তবে তিনি যক্ষ্মা রোগী। জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানিয়েছে তার নমুনা পরীক্ষার প্রয়োজন নেই। সে কারণে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে পরিবারের কাছে।