কুষ্টিয়া জেলা যুবলীগের উদ্যোগে কুমারখালী উপজেলার কর্মহীন ৫শ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন কুষ্টিয়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলাম স্বপন। করনা ভাইরাসের প্রাদুর্ভাবে সারাদেশ লকডাউন থাকায় কুষ্টিয়া জেলা যুবলীগ কর্মহীন মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। কুমারখালী উপজেলার বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে অসহায় মানুষের কাছে চাল, ডাল, আলু, তেল, পেয়াজসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন তিনি।
চেয়ারম্যান জিয়াউল ইসলাম স্বপন বলেন, ‘করোনা প্রতিরোধে মানুষকে ঘরের মধ্যে কাটাতে হচ্ছে। কর্মহীন হয়ে পড়েছে খেটে-খাওয়া দিনমজুর মানুষগুলো। তাই সামাজিক দায়বদ্ধতা থেকে আমি আমার এলাকার মানুষকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চেষ্টা করে যাচ্ছি। এ কারণেই আমার ইউনিয়নের অসহায়, দরিদ্র ও কর্মহীন হয়ে পড়া বেকার হয়ে পড়া প্রায় ৫০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী প্রদান করেছি।’
এ সহযোগিতা অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি আমার সাধ্যমত তাদেরকে খাদ্যসামগ্রী দিতে পেরেছি। এভাবে অসহায় দিনমজুরদের পাশে সহযোগিতার জন্য সমাজের বিত্তশালীসহ জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’
এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা যুবলীগের সভাপতি মো. রবিউল ইসলামস কয়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্যরা।