ইতালি স্পেনের পর ইউরোপের আরেক ‘উন্নত’ দেশ ফ্রান্সেও মৃত্যুর মিছিল শুরু হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ৩১৯ জন কোভিড-১৯ রোগী মারা গেছেন। এ নিয়ে দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়াল ২ হাজার ৩১৪ জনে।
শনিবার (২৮ মার্চ) ফ্রান্সের স্বাস্থ্য কর্তৃপক্ষ নতুন করে ৩১৯ জনের মৃত্যুর খবর দিয়েছে; যা গতদিনের চেয়ে ১৬ শতাংশ বেশি। করোনায় বিপর্যস্ত দেশটি আক্রান্তদের সেবা দিতে দেশজুড়ে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) বাড়ানোর ঘোষণা দিয়েছে।
স্বাস্থ্য কর্তৃপক্ষের দেওয়া হিসাব অনুযায়ী, ফ্রান্সে নতুন করে ৪ হাজার ৬১১ জনের দেহে করোনার উপস্থিতি শনাক্ত করা হয়েছে। গতকাল মোট আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ৯৬৪ থাকলেও আজ তা বেড়ে হয়েছে ৩৭ হাজার ৫৭৫।
করোনা মোকাবিলায় সরকারের কৌশল সংক্রান্ত রূপরেখা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী অলিভার ভেরানকে নিয়ে প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপ্পে সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি খোলাসা করে কিছু বিষয় বলতে চাই। এই লড়াইয়ের সবেমাত্র শুরু। এপ্রিলের প্রথম ১৫ দিন আরও কঠিন হবে। পরের ১৫ দিনে তা কমতে শুরু করবে।’