নওগাঁর মান্দায় ৪গ্রাম হেরোইনসহ আমিনুল ইসলাম (৩৩) ও মাসুদ রানা (২২) নামে দুই জনকে আটক করেছে থানা পুলিশ।
আটক আমিনুল ইসলাম মান্দা উপজেলার সদর ইউনিয়নের সাহাপুর গ্রামের মৃত শুকুর আলীর ছেলে এবং মাসুদ রানা (নাসির) সাহাপুকুরিয়া গ্রামের আফসার আলীর ছেলে।
শনিবার (২৮ মার্চ) রাত ১০ টার দিকে উপজেলার সাহাপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে।
মান্দা থানার অফিসার ইনচার্জ মো. মোজাফফর হোসেন বলেন, এসআই সুজন খানের নেতৃত্বে এএসআই মতিউর রহমান সঙ্গীয় ফোর্সসহ তাদেরকে আটক করা হয়েছে।
তিনি বলেন, আটককৃত দুজনকে আগামীকাল রবিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।