মহা সংকটে পৃথিবী।দেশ এখন অসম যুদ্ধে অবতীর্ণ।চারদিকে আজ মৃত্যু মিছিল,পরিজন হারানোর ব্যথা ভাষাহীনতায় হেঁসে চলে। দিকে দিকে হাহাকার,মহামারি রূপে গ্রাস করতে উদ্ধত সভ্যতাকে।দেশকে বাঁচানো,সভ্যতাকে বাঁচানো সর্বপরি নিজেকে বাঁচানোই এখন মুখ্য উদ্দেশ্য।তবুও মানুষের মনে এখনও একটা গা-ছাড়া মনোভাব লক্ষ্য করা যাচ্ছে।বিপদ কিন্তু চলে যায়নি।যেভাবে আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে তাতে যে কোনো মুহূর্তে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে।আমেরিকাতে এখন মৃত্যু মিছিল চলছে। এই অবস্থাকে আমাদের আটকাতেই হবে,তা নাহলে এত জনসংখ্যার দেশে ভয়ানক পরিস্থিতির সম্মুখিন হতে হবে।আর আমাদের মতো বাঙালিদের স্বভাব শেখানো বড়ই মুশকিল।সরকারকে বল প্রয়োগও করতে হচ্ছে, এটা খুব দুর্ভাগ্যের।আপতকালীন দরকারে মানুষ বাইরে গেলে ঠিক আছে,কিন্তু বন্ধু-বান্ধাব নিয়ে আড্ডা মারা,তাস-ক্রিকেট খেলা কিংবা মজা দেখতে বাইরে যাওয়া -এটা মেনে নেওয়া যায় না।কোনো কোনো ক্ষেত্রে পুলিশের একটু বাড়াবাড়ি আছে ঠিকই,কিন্তু তারা বুঝবে কীভাবে যে কে প্রকৃতপক্ষে ওষুধ কিনতে যাচ্ছে?পুলিশ দেখলেই এখন মানুষ বলছে পরিবারের ওষুধ কিনতে যাচ্ছি-ভাবা যায়?আসলে সমস্যাগুলি নিয়ে মানুষ সমালোচনা করে,কিন্তু সমাধানের প্রকৃত রাস্তাতো কেউ দেখাতে পারে না।একদিকে মৃত্যু-অন্য দিকে জীবন। জীবনকে বাঁচাতে গেলে ঘরেই থাকতে হবে,অন্যকোনো পথ নেই।আর একবার যদি জনগণের মধ্যে ছড়িয়ে পরে তবে শুধু পরিবার নয়,দেশ-জাতি,সভ্যতার সংকট দেখা দেবে।না জ্ঞান দেওয়ার জন্য বলছি না।বর্তমান নেটের যুগে সবাই সবকিছু দেখছে-জানছে,তবুও একটা গা ছাড়া lসমস্ত স্বাস্থ্যকর্মীরা নিজের পরিবার – পরিজন ছেড়ে আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেনু আমরা কি দেখলাম? না,রাজনীতির সময় এখন নয়।দেশের চরম সংকটে একে অন্যের সহযোগিতায় একমাত্র বিপদমুক্তি ঘটতে পারে।বেঁচে থাকলে রাজনীতি অনেক করা যাবে,আলোচনা-সমালোচনা সবই করা যাবে।ধোঁয়া তুলসী পাতা কেউ নেই।এখন শুধু লড়াই! বেঁচে থাকার লড়াই।শুধু নিজের বেঁচে থাকা নয়,পরিবার-পরিজন,সমাজ তথা দেশকে বাঁচানোর এ এক অসম লড়াই।আগামী দিনে দেশের যে অর্থনৈতিক অবস্থা দাঁড়াবে তাতে আগামী কুড়ি বছরেও এই ক্ষতি পূরণ হবে কিনা সন্দেহ।বেকারত্ব,দ্যারিদ্রতা,অনাহার আরো বৃদ্ধি পাবে। সেই পরিস্থিতির সম্মুখীন হওয়ার জন্য সবাইকে তৈরি থাকতে হবে। মনের মধ্যে আত্মবিশ্বাস থাকলে সবই সম্ভব।আসুন প্রতিজ্ঞা করি এ লড়াই আমাদের জিততেই হবে।আগামীর দিনগুলো নবসূর্য নবকিরণে উৎভাসিত হবে ,নতুন আশার আলোকে,নতুন ভাবে বাঁচার তাগিদে দিগন্ত মুখরিত হবে।এদিন শেষ হবে একদিন। …………….ধন্যবাদ