ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার তারাগণে হওয়া সড়ক দুর্ঘটনায় চৌধুরী জুয়েল রানা (৪২) নামে সরকারি কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি শ্রম মন্ত্রণালয়ের অধীনে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কর্মরত ছিলেন। জুয়েল রানা তারাগণ গ্রামের মোস্তফা চৌধুরীর ছেলে।
রবিবার সন্ধ্যায় এ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেল সহকারি সজীব দেবনাথ মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, হাসপাতালে আনার পর তাঁকে মৃত ঘোষণা করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় মোটরসাইকেলে করে তিনি বাড়ি ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।