যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় মোটরসাইকেলে ইজিবাইকের ধাক্কায় আব্দুর রাজ্জাক (৫৫) নামে এক মসজিদের ইমাম নিহত হয়েছেন। সোমবার (৩০ মার্চ) সকালে উপজেলার আমলাই নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রাজ্জাক শার্শার বাগুড়ী গ্রামের মহিউদ্দিনের ছেলে। তিনি বাগআঁচড়া ফাজিল মাদরাসার দফতরি ও বাগুড়ী মসজিদের ইমাম ছিলেন।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (তদন্ত) শুকদেব রায় বলেন,উপজেলার সাতমাইল থেকে ছেড়ে যাওয়া গোগামুখী একটি ইজিবাইকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে মুখোমুখি ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল চালক ইমাম আব্দুর রাজ্জাক মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।