কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের জিয়ারখী ঈদগাহ মাঠের বড় বড় ৪২ টি মেহগনি গাছ ঈদগাহ কমিটির সভাপতি আসান সর্দ্দার ও সাধারন সম্পাদক জামসেদ ১ লক্ষ ২৮ হাজার টাকায় বিক্রয় করে দিলেন। সূত্রে জানা যায়, সরকারী নিয়মনীতি তোয়াক্কা না করে পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগের অনুমোতি ছাড়াই টেন্ডার বিহীন নিজের ক্ষমতার দাপট দেখিয়ে সভাপতি আসান সর্দ্দার ও সাধারন সম্পাদক জামসেদ গত রবিবার এই গাছ বিক্রয় করে। এব্যাপারে ক্রেতা লাহিনী বটতলার মাহাতাব হোসেনের ছেলে ঝন্টু ও সুরুজ জানায় আমারা ঈদগাহের সভাপতি ও সাধারন সম্পাদকের নিকট থেকে ১ লক্ষ ২৮ হাজার টাকায় এই ৪২ টি মেহগনি গাছ ক্রয় করেছি।
এ বিষয়ে জিয়ারখী ঈদগাহ কমিটির সাধারন সম্পাদক জামসেদ আলী জানান, এলাকাবাসীর সাথে আলাপ আলোচনা করে আমরা এই গাছ বিক্রয় করেছি। উক্ত গাছ টেন্ডারের বিষয়ে তিনি বলেন টেন্ডার ছাড়াই আমরা এই গাছ বিক্রয় করেছি। এই গাছ বিক্রয়কে কেন্দ্র করে এলাকা জুড়ে চলছে আলোচনা সমালোচনার ঝড়।
এলাকাবাসী জানায়, ঈদাগাহ কমিটির লোকজন গ্রামের কাউকে না জানিয়ে বিনা টেন্ডারে নিজেরদের ইচ্ছামত ক্রেতার নিকট এই গাছ বিক্রয় করেন। যার আনুমানিক মূল্য ৪ লক্ষাধীক টাকা । এই নিয়ে এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
এব্যাপারে কুষ্টিয়া সদর উপজেলার নির্বাহী অফিসার জোবায়ের হোসেন চৌধুরী জানান, আসলে জিয়ারখী ঈদগাহ মাঠের গাছ গুলো তাদের ব্যাক্তিগত না সরকারী তদন্ত করে দেখতে হবে।