সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। তারই ধারাবাহিকতায় জনসমাগম এড়াতে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হতে সরকারিভাবে নির্দেশ দেওয়া হয়েছে। তাই বিপাকে পড়েছে দেশের নিম্নআয়ের মানুষ গুলো। যেমন ভ্যান রিক্সা চালক, চা পান বিক্রেতা, এবং ডে লেবার সহ এইসব নিম্নআয়ের মানুষ গুলো।
তাই এইসব দরিদ্র মানুষের মাঝে কুষ্টিয়ার দৌলতপুরে রিপোর্টাস ক্লাবের উদ্যোগে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম এর সহযোগিতায় উপজেলায় প্রায় ৮০ টি হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী চাউল, ডাল, সাবানসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দৌলতপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি ও মোহনা টেলিভিশনের দৌলতপুর প্রতিনিধি মানজারুল ইসলাম খোকন, দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এটিএন নিউজের কুষ্টিয়া জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম, রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক রনি আহমেদ,সাংগঠনিক সম্পাদক এস এম সরোয়ার পারভেজ , দপ্তর সম্পাদক আছানুল হক , আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক,সেলিম রেজা, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শমেদ আলী শামীম,তথ্য ও গবেষণা সম্পাদক আসাদুজ্জামান টয়েল,সদস্য,মাহাবুল ইসলাম, জুয়েল উর রহমান, মাজহারুল ইসলাম,সহ সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় তারা মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দেন। এবং সমাজের যারা বিত্তবান আছেন তাদের কে নিজ নিজ অবস্থান থেকে হতদরিদ্র এসব মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান।