করোনা ভাইরাস প্রতিরোধে রাজবাড়ী জেলা পুলিশ নিয়েছে নানা উদ্যোগ। ইতোমধ্যে পুলিশ সুপারের নির্দেশনায় জেলার পাঁচ থানায় ঘরে ঘরে হ্যান্ড স্যানিটাইজার পৌঁছে দেওয়া হয়েছে। এবার হ্যান্ড স্যানিটাইজারের সাথে দিচ্ছেন মাস্ক।
রবিবার(২৯ মার্চ) বিকেলে রাজবাড়ী পুলিশ সুপার মো. মিজানুর রহমানের দিক-নির্দেশনায় ও সদর থানার অফিসার ইনচার্জ স্বপন মজুমদারের তত্ত্বাবধানে গোয়ালন্দ মোড়ে অস্থায়ীভাবে গড়ে উঠা বেদে পল্লীর ২৫ টি পরিবারের সকল সদস্যদের হাতে এই মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার তুলে দেওয়া হয়।
বেদে সরদার মো. শেখ বলেন, ২৬ দিন যাবত আমরা এখানে অবস্থান করছি। করোনার কারণে আমাদের কাজকর্ম বন্ধ হয়ে গেছে। খাবার নেই। আমরা এখন কি করবো ? রাজবাড়ীর পুলিশই আমাদের প্রথম খোঁজ-খবর নিলো। তিনি কান্নাজড়িত কণ্ঠে সদর ওসির কাছে খাদ্য সংকট মোকাবেলায় সাহায্য প্রার্থনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আমিনুল ইসলাম, খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শহিদুল ইসলাম প্রমুখ ।