Thursday , January 16 2025
You are here: Home / Uncategorized / লাশের সারি দীর্ঘ হচ্ছে ফ্রান্সে, আরও ২৯২ মৃত্যু
লাশের সারি দীর্ঘ হচ্ছে ফ্রান্সে, আরও ২৯২ মৃত্যু

লাশের সারি দীর্ঘ হচ্ছে ফ্রান্সে, আরও ২৯২ মৃত্যু

ইতালি আর স্পেন ছাড়া ইউরোপের আরেক দেশ ফ্রান্সেও কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে লাশের লাইন দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে আরও ২৯২ জন মহামারি এই ভাইরাসের সংক্রমণে প্রাণ হারিয়েছেন। এ নিয়ে মৃত্যুর তালিকায় নাম উঠলো ২ হাজার ৬০৬ জনের।

রোববার দেশটির জাতীয় স্বাস্থ্য সেবা বিভাগের পরিচালক জেরমি সালোমন এই তথ্য দিয়েছেন। তিনি গত ফেব্রুয়ারিতে দেশে প্রাদুর্ভাব শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৪০ হাজার ১৭৪ জনকে করোনাভাইরাস পজিটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে।

ফ্রান্সের জাতীয় স্বাস্থ্য সেবা বিভাগের প্রধান জানান, প্রায় ১৯ হাজার কোভিড-১৯ রোগী এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া আক্রান্তদের মধ্যে ৪ হাজার ৬৩২ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ৭ লাখ ১২ হাজারের বেশি। যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ ১ লাখ ৩৬ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৩৩ হাজার ৫৯৯ জন।

সবচেয়ে বেশি মৃত্যু ইতালিতে; ১০ হাজার ৭৭৯। এছাড়া স্পেনে ৬ হাজার ৬০৬, চীনে ৩ হাজার ৩০০, ইরানে ২ হাজার ৬৪০, যুক্তরাষ্ট্রে ২ হাজার ৪১৩ এবং যুক্তরাজ্যে ১ হাজার ২২৮ জন।

About দৈনিক সময়ের কাগজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top
error: Content is protected !!