Sunday , January 26 2025
You are here: Home / Uncategorized / শুধু নিউইয়র্কেই একদিনে ২৩৭ মৃত্যু
শুধু নিউইয়র্কেই একদিনে ২৩৭ মৃত্যু

শুধু নিউইয়র্কেই একদিনে ২৩৭ মৃত্যু

যুক্তরাষ্ট্র করোনায় আক্রান্ত দেশের তালিকায় সবার উপরে। সর্বশেষ হিসাব বলছে, দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৫ হাজার ছাড়িয়েছে। এদিকে দেশটিতে করোনায় সবচেয়ে বিপর্যস্ত অঙ্গরাজ্য নিউইয়র্কে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২৩৭ জন মারা গেছেন।

নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুওমো বলেছেন, গত একদিনে ২৩৭ মৃত্যু নিয়ে শুধু নিউইয়র্কেই কোভিড-১৯ রোগে আক্রান্ত ৯৬৫ জন মারা গেলেন। ভাইরাসটির প্রাদুর্ভাব শুরু হওয়ার পর একদিনে এত মৃত্যুর ঘটনা ঘটেনি নিউইয়র্কে।

গভর্নর কুওমো এক সংবাদ সম্মেলনে আরও জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে ৭ হাজার ১৯৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে অঙ্গরাজ্যটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৫৯ হাজার ৫১৩ জন।

এছাড়া গতকাল ১ হাজার ১৭৫ জন কোভিড-১৯ রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নিউইয়র্কে এ পর্যন্ত ৮ হাজার ৫০০ জন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে ২ হাজারের বেশি মানুষের অবস্থা আশঙ্কাজনক। তারা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) ভর্তি রয়েছেন।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১ লাখ ৩৫ হাজার ৬২৭ জনকে করোনাভাইরাস পজিটিভ বলে শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে ২ হাজার ৩৮৪ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ৪ হাজার ৩৭৮ জন। এছাড়া প্রায় ৩ হাজার কোভিড-১৯ রোগীর অবস্থা আশঙ্কাজনক।

About দৈনিক সময়ের কাগজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top
error: Content is protected !!