Sunday , January 26 2025
You are here: Home / খুলনা ও বরিশাল / সারারাত ঘুরে ১৫০টি বাড়িতে খাবার পৌঁছে দিলেন ইউএনও
সারারাত ঘুরে ১৫০টি বাড়িতে খাবার পৌঁছে দিলেন ইউএনও

সারারাত ঘুরে ১৫০টি বাড়িতে খাবার পৌঁছে দিলেন ইউএনও

চারিদিক নিস্তব্ধ নিরবতা, অন্ধকার। করোনা পরিস্থিতিতে যেন পাল্টে গেল চিরচেনা পরিবেশ। নেই কোলাহল, নেই কোনো আড্ডা। ঘর থেকে বের হতে না পেরে রোজগার নেই খেটে খাওয়া মানুষের। খাবারের জন্য আহাজারি শুরু না হলেও ঘরে থাকা খাবার শেষের দিকে অনেক অসহায় মানুষের।

এরই মাঝে মধ্যরাতে সবাই যখন ঘুমিয়ে তখন অসহায় মানুষদের খুঁজে বেড়িয়েছেন সাতক্ষীরার তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন। অসহায় মানুষদের হাতে খাবার তুলে দিয়েছেন তিনি। এভাবেই ১৫০ বাড়িতে বাড়িতে ঘুরে কেটে গেছে ইউএনও’র রোববারের রাত।

বিতরণকৃত খাবার ও সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, এক কেজি ডাল, এক লিটার তেল, এক কেজি লবণ ও একটি করে সাবান।

Satkhira-(1)

তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন বলেন, দিনমজুর ও খেটে খাওয়া মানুষরা বাড়িতে থেকে অসহায় হয়ে পড়েছেন। বাড়িতে থাকা খাবার সামগ্রী শেষ হয়ে আসছে। সরকারের বরাদ্দকৃত খাদ্য সামগ্রী প্রকৃত দুস্থ ও অসহায় মানুষদের হাতে তুলে দিয়েছি। বলেছি আপনাদের বাইরে আসতে হবে না। খাবার আমরা পৌঁছে দেব। বাড়িতে নিরাপদে থাকুন।

তিনি বলেন, বরাদ্দ যেটি এসেছে সেটি অনেক কম। তবে এ সহযোগিতা চলমান থাকবে। পরবর্তীতে বরাদ্দ আসলে আবারও বিতরণ করা হবে। এছাড়া স্বেচ্ছাসেবী সংগঠণের যুবকরা একযোগে কাজ করে যাচ্ছে। আশা করছি, করোনা পরিস্থিতি আমরা মোকাবেলা করতে পারবো। তবে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান মানুষদের সহযোগিতাও প্রয়োজন। তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা এ দুর্দিনে এগিয়ে আসুন আত্মমানবতার সেবায়।

About দৈনিক সময়ের কাগজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top
error: Content is protected !!