সিলেটের গোলাপগঞ্জে সুরমা নদী থেকে পায়ে শিকল বাঁধা অবস্থায় ৫০ বছরের অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ মার্চ) সকালে উপজেলার বাঘা ইউনিয়নের রস্তমপুর এলাকার নদী তীর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে একটি লাশ সুরমা নদীতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে গোলাপগঞ্জ মডেল থনা পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এখলাছ মিয়া বলেন, লাশের পা শিকল দিয়ে বাঁধা ছিল। সেখানে দুটি তালা ঝুলানো রয়েছে। শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। লাশটা দুই তিন দিনের পুরনো মনে হচ্ছে। পুলিশ লাশের পরিচয় শনাক্তের চেষ্টা করছে।