চট্টগ্রামের বোয়ালখালীতে পারিবারিক কলহের জেরে শারমিন আক্তার (২৭) নামে এক গৃহবধূ তার দশ মাসের কন্যাসন্তানকে নিয়ে এক রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছেন। এ ঘটনায় শারমিনের স্বামী সেলিমকে আটক করেছে পুলিশ।
সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার পূর্ব গোমদন্ডী হাজিরহাট এলাকার মুফতি পাড়ায় এ ঘটনা ঘটে।
শারমিন আক্তারের স্বামী সেলিম বোয়ালখালীর পশ্চিম গোমদন্ডীর বাসিন্দা। তিনি স্থানীয় অটোরিকশা সমবায় সমিতির সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
বোয়ালখালী থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী বলেন, ‘সেলিমের দুই স্ত্রী। শারমিন তার দ্বিতীয় স্ত্রী। এই সংসারে তার দশ মাসের এক কন্যাসন্তানও ছিলে। পারিবারিক কলহের কারণে শারমিন আক্তার তার শিশুটিসহ এক রশিতেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।’
বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ বলেন, ‘সেলিম গোমদন্ডী এলাকার অটোরিকশা সমবায় সমিতির সাধারণ সম্পাদক। তার দুই পরিবার। প্রথম স্ত্রী সেলিমের নিজের বাড়িতে থাকলেও দ্বিতীয় স্ত্রী শারমিনকে পূর্ব গোমদন্ডীতে একটি ভাড়া বাসায় রেখেছিলেন তিনি। এ নিয়ে কিছুদিন ধরে সেলিমের সঙ্গে কলহ চলছিল শারমিনের। সোমবার দুপুরের পর কোনো এক সময় শারমিন তার কন্যা শিশু তাছলিমাসহ আত্মহত্যা করেন। আমরা সেলিমকে আটক করে নিয়ে এসেছি, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।’