করনা ভাইরাসের প্রভাবে সারাবিশ্ব সহ বাংলাদেশেও লকডাউন এর প্রভাবে ঘর বন্দি হয়ে পড়েছেন সকলে। যার ব্যাপক প্রভাব পড়েছে দিনমজুর খেটে খাওয়া মানুষের উপর। করোনা আতঙ্কে ঘর থেকে বের হতে পারছেন না তারা। কিন্তু পেট তো শোনেনা করোনার ভয়াবহতা। খাবারের অভাবে অসহায় হয়ে পড়েছেন তারা।
এরই দৃষ্টান্তস্বরূপ কুষ্টিয়া ইবি থানার বিত্তিপাড়া লালন ফিলিং স্টেশনের সামনে উজানগ্রাম ইউনিয়নের গজনবীপুরে বেদ-বেদেনীদের ৬টি পরিবারের অসহায়ত্বের চিত্র স্থানীয় একটি ব্যাক্তি ফেসবুকে তুলে ধরেন। ফেসবুকের সেই পোস্ট দেখে তাৎক্ষণিকভাবে ইবি থানার ওসি জাহাঙ্গীর আরিফ তাদের এক সপ্তাহের প্রয়োজনীয় খাবার চাল, ডাল, তেল, মাছসহ কাচাসবজি তাদের মধ্যে বিতরণ করেন।
এক সপ্তাহের প্রয়োজনীয় খাবার পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললো অসহায় পরিবারগুলো।
তাদের দাবি ইবি থানার ওসি জাহাঙ্গীর আরিফের মত প্রত্যেক বিত্তবানরা যদি অসহায়দের পাশে দাঁড়াই তাহলে খেটে খাওয়া দিনমজুর পরিবারদের কোন কষ্টই থাকবে না। যার ফলে করোনাভাইরাস প্রতিরোধে সরকারের লকডাউন পদক্ষেপকে সঠিকভাবে পালন করতে পারবে প্রত্যেকে।