Thursday , January 16 2025
You are here: Home / খুলনা ও বরিশাল / ইবি থানার হালসা ওয়াপদায় হাফিজ ও ইমানের ফার্মেসীতে টাপেন্টা ব্যবসা রমরমা
ইবি থানার হালসা ওয়াপদায় হাফিজ ও ইমানের ফার্মেসীতে টাপেন্টা ব্যবসা রমরমা

ইবি থানার হালসা ওয়াপদায় হাফিজ ও ইমানের ফার্মেসীতে টাপেন্টা ব্যবসা রমরমা

মাদকের উপর কড়া নজরদারী থাকায় নেশাখোররা ঝুঁকে পড়ছেন টাপেন্টার প্রতি ৷ সেই সুযোগে বেশি লাভের আশায় কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানাধীন পাটিকাবাড়ী ইউনিয়নের খেজুরতলা গ্রামের ওয়াপদা মোড়ে অবস্থিত হাফিজুর রহমান মৌলবী ও ডাঃ ইমান আলীর ফার্মেসী ব্যবসার অন্তরালে যুব সমাজের নিকট প্রেসক্রিপশন বাদেই দীর্ঘদিন ধরে নির্বিগ্নে বিক্রি করছেন নেশা জাতীয় ট্যাবলেট টাপেন্টা ৷ জানা যায়, খেজুরতলা গ্রামের বাসিন্দা হাফিজুর রহমান মৌলবী এবং লোকাল ডাঃ ইমান আলী দীর্ঘদিন ধরে এলাকার যুবসমাজের নিকট প্রতি পিস টাপেন্টা ট্যাবলেট ৫০-৬০ টাকা দামে বিক্রি করে ৷
গত রবিবার বিকেলে ওয়াপদা মোড়ে নেশাখোররা টাপেন্টা ট্যাবলেট কেনার জন্য আনাগোনা করছে সংবাদের ভিত্তিতে পাটিকাবাড়ী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফর উদ্দিন স্থানীয় ক্যাম্পের পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হলে নেশাখোররা তার পূর্বেই পালিয়ে যায় ৷ নেশাখোরদের হাতে নাতে ধরতে না পারলেও স্থানীয় উপস্থিত জনগন উক্ত দুই ফার্মেসীতে টাপেন্টা বিক্রি হয় এ ব্যাপারে চেয়ারম্যান মহোদয়ের নিকট অভিযোগ করেন ৷
এ ব্যাপারে পাটিকাবাড়ী ইউপি চেয়ারম্যান সফর উদ্দিন উক্ত দুই ফার্মেসী ব্যবসায়ীদের টাপেন্টা বিক্রির বিষয়ে জিজ্ঞাসা বাদ করলে তারা টাপেন্টা বিক্রির সত্যতা স্বীকার করেন এবং পরবর্তীতে তারা আর কোনদিন টাপেন্টা বিক্রয় করবেনা বলে প্রতিশ্রুতি জ্ঞাপন করেন ৷ এ ব্যাপারে স্থানীয় জনগণ কুষ্টিয়া পুলিশ সুপারের সুদৃষ্টি কামনা করেছেন।

About দৈনিক সময়ের কাগজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top
error: Content is protected !!