“নিজে সচেতন হোন, অন্যকে সচেতন করুন ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুরে করোনা ভাইরাস প্রতিরোধের সচেনতায় চলাচলরত বিভিন্ন সড়কে ও ধর্মীয় প্রতিষ্ঠানে জীবাণু নাশক ব্লিচিং পাউডার স্প্রে করছেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ মাদক প্রতিরোধ কমিটি (বিএমপিসি) কুষ্টিয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, দৈনিক সত্যখবর পত্রিকার বার্তা সম্পাদক সাংবাদিক শাহারিয়া ইমন রুবেল। মঙ্গলবার (৩১মার্চ) বেলা সাড়ে ১০টায় সাংবাদিক শাহারিয়া ইমন রুবেল এর নিজ উদ্যোগে কুষ্টিয়া পূর্ব মজমপুর বিভিন্ন গলির সড়ক, ধর্মীয় প্রতিষ্ঠান ও পথচারীদের জীবাণুনাশক স্প্রে করা হয়।
এসময় বাংলাদেশ মাদক প্রতিরোধ কমিটি (বিএমপিসি) কুষ্টিয়া জেলা শাখার সহ-প্রচার সম্পাদক ও দৈনিক সত্য খবর পত্রিকার ফটো সাংবাদিক সাংবাদিক জীবন বিশ্বাস (রজব) এর সহযোগিতা করেন।
সাংবাদিক শাহারিয়া ইমন রুবেল বলেন, বিশ্বের উন্নত দেশগুলোও করোনা প্রতিরোধে হিমশিম খাচ্ছে। করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে কুষ্টিয়ায় স্বল্প পরিসরে জীবাণুনাশক ঔষধ ছিটানো হচ্ছে। পর্যায়ক্রমে এলাকার সকল রাস্তায় স্প্রে করব ইনশাল্লাহ, তবে আগে ধর্মীয় প্রতিষ্ঠান গুলোতে দেয়া হবে। জনসাধারণের কথা চিন্তা করেই আমি এই উদ্যোগ নিয়েছি জানান তিনি। তিনি আরও বলেন আমাদের সকলকে সচেতন হতে হবে নিজ উদ্যোগে নিজ বাড়ি ও বাড়ির আশেপাশে জীবাণু নাশক ঔষধ স্প্রে করতে হবে। জনসাধারণের উদ্দেশ্যে বলেন, সরকারি সকল নির্দেশনা মেনে চলতে হবে।
বার বার সাবান দিয়ে ২০ সেকেন্ডে ভাল করে হাত পরিষ্কার করতে হবে । কোন অবহেলা করলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। সকলকে জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়া জন্য অনুরোধ করেন তিনি। এরমধ্যেই এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন মোট ৫ জন। তাই দেশের এ দুঃসময়ে দল মত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। আমি আমার তরফ থেকে যতগুলো সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে তাদেরকে বিভিন্ন কর্মকাণ্ডে করোনা ভাইরাস বিস্তার রোধে উদ্বুদ্ধ করছি।