Thursday , January 16 2025
You are here: Home / চট্টগ্রাম ও সিলেট / করোনা ভাইরাস: ব্রাহ্মণপাড়ায় মাইক হাতে রাস্তায় ইউএনও
করোনা ভাইরাস: ব্রাহ্মণপাড়ায় মাইক হাতে রাস্তায় ইউএনও

করোনা ভাইরাস: ব্রাহ্মণপাড়ায় মাইক হাতে রাস্তায় ইউএনও

কুমিল্লা প্রতিনিধি-

চলমান প্রাণঘাতি নভেল করোনাভাইরাস মোকাবেলায় সামাজিক দুরত্ব মেনে চলা নিশ্চিত করতে মাইক হাতে রাস্তায় নেমেছেন ব্রাহ্মণপাড়ার উপজেলা নির্বাহী অফিসার জনাব ফৌজিয়া সিদ্দিকা।

মঙ্গলবার ( ৩১ মার্চ ) উপজেলার বাজার ও পাশ্ববর্তী সাহেবাবাদ ইউনিয়নে ছাতিয়ানী বাজার, সদর ইউনিয়নের ধান্যদৌল বাজার, ধান্যদৌল কাজী মার্কেট, চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া বাজার এলাকায় প্রচারভিযান পরিচালনা করেন তিনি। এসময় পুরো এলাকা পায়ে হেটে  এবং হান্ড মাইক ব্যবহার করে করোনাভাইরাস মোকাবেলায় সামাজিক দূরত্ব মেনে চলার বিষয়ে স্থানীয় জনগণকে সচেতন করেন। এছাড়া পথচারীদের কাছে গিয়ে অযথা বাইরে ঘুরাফেরা করার ব্যাপারে নিরুৎসাহিত করেন।

এর আগে রবিবার ব্রাহ্মণপাড়া উপজেলাধীন দুলালপুর,শিদলাইসহ বিভিন্ন ইউনিয়নে খেটে খাওয়া অসহায় ও দিনে এনে দিনে খায় এমন দিনমজুর মানুষের মাঝে সরকারী জরুরি  খাদ্যসামগ্রী বিতরণ করেন।

এছাড়া দেশে করোনা সংক্রমনের  শুরু থেকেই উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকার তৎপরতায় কোয়ারেন্টাইনের বাইরে থাকা উপজেলার প্রবাসীদের তালিকা অনুযায়ী হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয় এবং নিয়মিত মনিটরিংয়ের ব্যবস্থা করা হয় । সেই সঙ্গে বাজার নিয়ন্ত্রণ, জনসমাগম- আড্ডা নিয়ন্ত্রণ এবং কোয়ারেন্টাইন নিশ্চিতকরণে  নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনাসহ নানামূখী পদক্ষেপ গ্রহণ করেন। যা সর্বমহলে প্রশংসা কুড়াতে সক্ষম হয় এবং করোনাভাইরাস মোকাবেলায় অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে।

About দৈনিক সময়ের কাগজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top
error: Content is protected !!