কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার হরিনারায়নপুর এলাকার কলেজ পড়ুয়া এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে গোপন সম্পর্কের ছবি ধারণ করে দীর্ঘদিন যাবৎ ধর্ষণ করে আসছে রাসেল (২২) নামে এক লম্পট। রাসেল ১১নং আব্দালপুর ইউনিয়নের সুগ্রীবপুর গ্রামের মোঃ শফি পাল এর ছেলে। কলেজ পড়ুয়া ঐ ছাত্রীর পরিবার জানান দীর্ঘ সাত মাস আগে রাসেলের সাথে তার পরিচয় হয়। পরিচয়ের পর থেকে প্রেমের অভিনয় করে বিয়ের প্রলোভন দেখিয়ে রাসেল তার সাথে দৈহিক সম্পর্ক স্থাপন করে।দৈহিক সম্পর্কের সময় গোপনে মোবাইলে ছবি ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করার জন্য। পরবর্তীতে সেই ছবি ফেসবুক ম্যাসেঞ্জারের গ্রুপে গ্রুপে হয়ে গেলে তা ক্রমান্বয়ে ভাইরাল হয়ে যায়। বিষয়টি সামাজিকভাবে জানাজানি হয়ে গেলে সমালোচনায় আসে মেয়ের পরিবার। মেয়ের পরিবার মান সম্মান বাঁচাতে ছেলের বাবার কাছে সামাজিকভাবে তাদেরকে বিয়ে দেয়ার প্রস্তাব পাঠাই। তাদের প্রস্তাব ফিরিয়ে দিয়ে ছেলের বাবা জানান তার ছেলে রাসেল ওই মেয়েকে বিয়ে করতে রাজি নয়। এদিকে বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য ছেলের কাকা সুগ্রীবপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফি পাল, এবং সাবেক সভাপতি এনামুল হোসেন নানাভাবে মেয়ের পরিবারকে হুমকি ধামকি দিয়ে যাচ্ছেন। এ বিষয়ে মেয়ের মা গত ২৯/০৩/২০২০ ইং তারিখে ইবি থানায় অভিযোগ করলেও প্রশাসনের কোন ভূমিকাই নেই বলে তিনি জানান। এ ব্যাপারে ইবি থানার এস আই শাহ আলীর সাথে যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা স্বীকার করে তিনি বলেন তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।
ঐ কলেজ ছাত্রীর বাবা লম্পট রাসেলের বিচারের দাবিতে দ্বারে দ্বারে ঘুরছে। কলেজ ছাত্রীর পরিবার এ ব্যাপারে কুষ্টিয়া পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করছে।