কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার পাহাড়পুর গ্রামে আজ সন্ধ্যায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে আপন দুই ভাই পাহাড়পুর গ্রামের চাঁদ আলীর ছেলে মেহের আলী (৬০) ও বকুল (৫০) কে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ ভুট্টো-মিলি ম্ন্তুা গ্রুপের লোকজন। হত্যকারীদের সবার বাড়ি পাহাড়পুরে। তবে এলাকাবাসী জানিয়েছে, এই হত্যাকান্ডের সাথে কুষ্টিয়া সদরের গোপালপুর, নুরপুর, কমলাপুরের কোন লোক সম্পৃক্ত নয়। ইতিপূর্বে এই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যে কোন সামাজিক কোন্দলনের ঘটনায় অনেক নির্দোষ ব্যক্তিকে প্রশাসনের হয়রানীর শিকার হতে হয়েছে। তাই এলাকাবাসীর দাবী প্রশাসন সরেজমিনে তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তির ব্যবস্থা করবেন। তারা আরও জানায় এই হত্যাকান্ডের ঘটনায় গোপালপুর, নুরপুর, কমলাপুরের কোন নির্দোষ ব্যক্তি যেন অযথা প্রশাসনের হয়রানীর শিকার না হয়। ইতিপূর্বেও এই এলাকায় আধিপত্য বিস্তার করার জন্য একটি চক্র প্রশাসনের সহায়তায় বহু নির্দোষ ব্যক্তিকে হয়রানীর করেছে।