দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নে হত দরিদ্রদের মধ্যে খাদ্য সহায়তা হিসাবে চাল, ডাল, তেল, আলু দেয়া হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় পিয়ারপুর গ্রামে স্থানীয় ব্যবসায়ী আসাদুজ্জামান লাল্টুর অর্থায়নে এলাকার ৩ শতাধিক হত দরিদ্র ও দিন মজুরদের মধ্যে এ খাদ্য সহায়তা দেয়া হয়।
এ সময় উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান, ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ লালু প্রমুখ।