সারা বিশ্বে প্রতিদিন লাফিয়ে বাড়ছে করোনায় মৃতের সংখ্যা। এরই মধ্যে সোমাবার পাকিস্তানে করোনায় আক্রান্ত হয়ে সাতজন মারা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছ ২৩ জনে। এখন পর্যন্ত কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে ১ হাজার ৭শ ৭৫ জন মানুষ।
মৃত ৭ জনের মধ্যে ১ জন সিন্ধু প্রদেশের বলে বলছে স্বাস্থ্য মন্ত্রী। এরই মধ্যে বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগামী ৫ এপ্রিল থেকে আন্তাজর্তিক ফ্লাইট বন্ধের কথা বলছন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। এছাড়া শিগরিই বন্ধ করা হবে অভ্যন্তরীণ ফ্লাইট ও ট্রেন চলাচল। এদিকে দেশটিতে করোনা টেস্টের পর্যাপ্ত সরঞ্জাম নেই বলে জানিয়েছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
পাকিস্তানে করোনা আক্রান্তদের মধ্যে ৫৫ শতাংশ ইরান থেকে আগত, ১৬ শতাংশ অন্যান্য দেশ থেকে এবং ২৯ শতাংশ স্থানীয়।