মহামারী করোনা ভাইরাসে বিশ্বের মানুষ আতঙ্কে রয়েছে। (নোভেল-১৯) করোনা ভাইরাসের প্রভাবে সারা বিশ্বে চলছে দুঃসময়। উন্নত দেশগুলো যেখানে এই অচলাবস্থা মোকাবেলায় হিমশিম খাচ্ছে সেখানে বাংলাদেশের মত ছোট একটা দেশকেও হিমশিম খেতে হচ্ছে। সে লক্ষ্যে দেশের বাইরে থেকে উন্নত মানের পিপিই তৈরীর কাপড় কুষ্টিয়ার জেলা পুলিশ এনে পিপিই তৈরী করছে। ১এপ্রিল বুধবার কুষ্টিয়া জেলা পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত পিপিএম (বার) পিপিই তৈরীর স্থান পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া প্রেসক্লাব সাধারন সম্পাদক, চ্যানেল আই রিপোর্টার ও দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, ডিবিসি টেলিভিশন ও জাতীয় দৈনিক সমকালের রিপোর্টার সাজ্জাদ রানা, সময় টেলিভিশন রিপোর্টার এস এম রাশেদ প্রমুখ।
এ বিষয়ে পুলিশ সুপার এস তানভীর আরাফাত পিপিএম (বার) এর সাথে কথা হলে তিনি বলেন, বর্তমানে কুষ্টিয়া পুলিশ লাইনে পোশাক তৈরীর কারখানায় পিপিই তৈরী হচ্ছে। বিশ্বের সব থেকে উন্নত মানের কাপড়ে তৈরী হচ্ছে পিপিই। পিপিই তৈরীর কার্যক্রম প্রায় শেষ মুহুর্তে বলে জানান, দ্রুত সময়ে পিপিই গুলো হাসপাতাল কতৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। দেশের মানুষের সেবার লক্ষ্য স্বল্প পরিসরে পিপিই তৈরী করা হচ্ছে।