বিশিষ্ট সমাজ সেবক,সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও দি-পপুলার ডায়াগনষ্টিক সেন্টার এন্ড ডক্টরস্পয়েন্টের স্বত্বাধিকারী ডাঃ আমিরুল ইসলাম মান্নান গরিবদের প্রতি দেখালেন দারুন সহানুভূতি। করোনার কারণে বেকার হয়ে পড়া দিনমজুর, ভ্যানচালক ও নিম্নআয়ের ৫০ জন পরিবারকে খাদ্য সহায়তা দিলেন। তিনি আজ বুধবার সকালে তার নিজবাড়ি কুষ্টিয়া জেলার ভেড়ামারার উপজেলার
বাহাদুরপুর ইউনিয়নের মসলেমপুর গ্রামের হতদরিদ্র বেকার হয়ে পড়া দিনমজুরদের বাড়িতে গিয়ে হাতে খাদ্য সহয়তা তুলে দিয়ে গরিবদের প্রতি দারুণ সহানুভূতি দেখালেন।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল ১০ কেজি, ডাল ১কেজি, তেল ১কেজি, পেঁয়াজ ১কেজি, লবণ ,মরিচসহ অন্যান্য সামগ্রী। ডাঃ আমিরুল ইসলাম মান্নানের মহতি
এ উদ্যোগ কে সাধুবাদ জানালেন এলাকাবাসি।