মহামারী করোনা ভাইরাস আতঙ্কে বিশ্বের অধিকাংশ মানুষ। ভাইরাসটি বাংলাদেশে ছড়িয়ে পড়ায় সরকার লকডাউনের ঘোষণা দেওয়ায় দিনমজুর কর্মজীবি মানুষ অসহায় ভাবে দিন যাপন করছে। সরকারের নিয়ম মেনে চলছে প্রত্যন্ত এলাকার মানুষ। এদিকে কুষ্টিয়ার অসহায় মানুষও কষ্টে দিন পার করছে, অনেকে না খেয়ে দিন যাপন করছে, এতে অনেকে সাহায্য করছে। এলাকার অনেকে সুবিধাবঞ্চিত হচ্ছে তাদের বাড়িতে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী খাদ্য সামগ্রী পৌছে দেন।
এদিকে সেনাবাহিনীর টিম সহ এলাকা পরিদর্শন করেন। পরে তিনি ফেসবুকে এক স্টাটাস দেন, “করোনা ভাইরাস মোকাবেলায় সরকারী পর্যায়ে যে সকল ব্যবস্থা নেওয়া হয়েছে তার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য সকলকে অনুরোধ করা হচ্ছে।
দয়া করে কেউ বিনা কারণে বাড়ির বাইরে বের হবেন না। নিজেকে ও অন্যকে সুস্থ রাখতে বাড়িতেই অবস্থান করুন।
প্রশাসন মানবিক সহায়তা প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে যা ইতোমধ্যেই আপনারা অবহিত। বাড়িতে বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে আমরা আন্তরিক। খাদ্য ঘাটতি হতে পারে এমন গুজবে সায় না দিয়ে খাদ্য মজুত করা থেকে বিরত থাকার অনুরোধ করছি। কেউ কৃত্রিম সংকট তৈরি করার অপচেষ্টা করলে তাৎক্ষণাৎ প্রশাসনকে তথ্য সরবরাহ করে আপনার মূল্যবান নাগরিক দায়িত্ব পালন করবেন বলে আশা রাখি। আমরা প্রত্যেকেই যদি নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করি তবেই এ আসন্ন দুর্যোগ মোকাবেলা করা সম্ভবপর হবে, ইনশাল্লাহ”। এ বিষয়ে জুবায়ের চৌধুরী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, কুষ্টিয়া সদর উপজেলা এলাকা পরিদর্শন করার সময় জানতে পারি, অনেকে না খেয়ে দিন পার করছে, তাৎক্ষণিক তাদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হয় উল্লেখ্য এলাকার মানুষকে সচেতন করতে সেনাবাহিনীর টিম সাথে নিয়ে মাইকিং করেন। করোনায় আতঙ্ক নয়, সচেতন হোন।