Thursday , January 16 2025
You are here: Home / খুলনা ও বরিশাল / দৌলতপুরে অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংগঠনের পক্ষথেকে মাস্ক,সাবান ও ডেটল বিতরন
দৌলতপুরে অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংগঠনের পক্ষথেকে মাস্ক,সাবান ও ডেটল বিতরন

দৌলতপুরে অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংগঠনের পক্ষথেকে মাস্ক,সাবান ও ডেটল বিতরন

 

করোনা পরিস্থিতি নিয়ে সারা বিশ্ববাসী যখন আতঙ্কে। সেই সাথে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই করুণ পরিস্থিতি বাংলাদেশ সহ সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে এই পরিস্থিতিতে আমাদের দেশের মধ্যবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের চরম ভোগান্তি দেখা দিয়েছে। হারিয়েছে আয়-রোজগার করার মত ক্ষমতা। অঘোষিত লকডাউন এর মধ্যে সারাদেশে থমথমে অবস্থা বিরাজ করছে এমতাবস্থায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে শহর থেকে গ্রাম গ্রাম থেকে গ্রামান্তরে। সেই সাথে অনেকেই তাদের নিজ নিজ এলাকায় নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে, কেউবা পৌঁছে দিচ্ছে রান্না করা খাবার, খাদ্যদ্রব্য, হ্যান্ডওয়াশ, মাস্ক, সাবান সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র। অধিকাংশ বিত্তবান লোকেরা তাদের সহানুভূতির হাত বাড়িয়ে দিচ্ছেন তাদের নিজ নিজ অবস্থান থেকে। এরই ধারাবাহিকতায় দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংগঠনের পক্ষ থেকে বুধবার পথচারীদের মাঝে মাস্ক, সাবান ও ডেটল বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার বাংলাদেশ বিমান বাহিনীর মোঃ আব্দুস সালাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ নং আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকবুল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াছ হোসেন, তেকালা পুলিশ ক্যাম্প ইনচার্জ আরিফুল ইসলাম, অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ইনছার আলী এছাড়াও উপস্থিত ছিলেন অত্র এলাকার সুধীজনেরা।

About দৈনিক সময়ের কাগজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top
error: Content is protected !!