কুষ্টিয়া ১ দৌলতপুর আসনের সংসদ সদস্য সরওয়ার জাহান বাদশাহ্ করোনা ভাইরাস প্রতিরোধে মানুষকে সচেতন করতে উপজেলার বিভিন্ন প্রান্তে ছুটে ছুটে বেড়াচ্ছেন। সে সাথে উপজেলার শ্রমজীবী খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ালেন তিনি, মঙ্গলবার সারা দিন উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে খাদ্য দ্রব্য সামগ্রী বিতরণ করেন এবং বিভিন্ন অসহায় হতদরিদ্র মানুষকে নিজ হাতে মাক্স পরিয়ে দেন। তিনি করোনা প্রতিরোধে নানামুখী কর্মসূচি হাতে নেন। কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকালে তারাগুনিয়া বাজার থেকে শুরু করে উপজেলার বিভিন্ন বাজার এবং গ্রামে গ্রামে করোনা ভাইরাস প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে করার কাজ উদ্বোধন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, এমপি সাধারণ মানুষের উদ্দেশ্যে জানান,আপনাদের অনুরোধ করছি আপনারা আর পাঁচটা দিন ঘরে থাকুন। আমি জানি আমার নির্বাচিত এলাকায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের সংখ্যা বেশি। তাই আমি চেষ্টা করছি তাদের বিভিন্নভাবে সহযোগিতা দিতে। এবং আমি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সকল মানুষের দুয়ারে দুয়ারে খাদ্য দ্রব্য সামগ্রী পৌঁছে দেব। তাই আপনাদের প্রতি আমার অনুরোধ রইলো আপনারা হতাশ হবেন না আমি সরওয়ার জাহান বাদশাহ্ আপনাদের পাশে আছি।
You are here: Home / খুলনা ও বরিশাল / দৌলতপুরে অসহায় মানুষের পাশে দাঁড়ালেন এমপি সরওয়ার জাহান বাদশা